চাঁপাইনবাবগঞ্জ শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শাহনেয়ামতুল্লাহ কলেজে শুরু হয়েছে আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা। কলেজের অর্নাসের ৬ বিভাগের একটি করে দল অংশ নিচ্ছে।
শনিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন, কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। এসময় তিনি বলেন, যুক্তি দিয়েই আলোকিত মানুষ হওয়া যায়, একজন ভাল বির্তাকিক কখনো কুসংস্কার, ধর্মান্ধতা বিশ্বাস করবে না, কারন সে যুক্তির দিয়ে বিষয় গুলো বিশ্লেষন করে। এভাবেই সে একজন আলোকিত মানুষ হয়ে উঠে।
কলেজ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, কলেজের শিক্ষক আব্দুল্লাহ বাকী, শাহীন কাওসার, বিলকিস আরা বানু।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।