চাঁপাইনবাবগঞ্জে শুরু হচ্ছে কুকুরের টিকাদান কার্যক্রম। আগামী ২৭ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এ কার্যক্রম শেষ হবে ৩ মার্চ। ৫ দিনের এ কার্যক্রমে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৬ হাজার কুকুরকে টিনাদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, আর এতে কাজ করবে ৩৮টি প্রশিক্ষিত দল। টিকাদান কার্যক্রম বিষয়ে রবিবার চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন, ডা. সাইফুল ফেরদৌস। তিনি বলেন, দেশ থেকে ২০২২ সালের মধ্যে জলাতঙ্ক নিমূল্যের লক্ষ্যে কুকুরের টিনাদান কার্যক্রম হাতে নিয়েছে সরকার ।
সভায় আরো বক্তব্য দেন পৌর মেয়র, নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মুখলেসুর রহমান, ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্ত ডা. আনন্দ কুমার আধিকারী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মতিন, গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু মিয়া, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে কুকুরের সংখ্যা বেড়ে যাওয়া ও মানুষের আতঙ্কের বিষয়টি তুলে ধরে গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে একাধিকবার।
সভায় আরো বক্তব্য দেন পৌর মেয়র, নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মুখলেসুর রহমান, ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্ত ডা. আনন্দ কুমার আধিকারী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মতিন, গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু মিয়া, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে কুকুরের সংখ্যা বেড়ে যাওয়া ও মানুষের আতঙ্কের বিষয়টি তুলে ধরে গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে একাধিকবার।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।