চাঁপাইনবাবগঞ্জের মৌসুমী হত্যাকান্ডের ঘটনায় ইসরাইল হোসেন (১৯) নামে এক অটোচালককে আটক করেছে পুলিশ। আটক ইসরাইল হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃস্টপুর মাঝপাড়া মহল্লার মুরশেদ আলীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে রামকৃস্টপুর মাঝপাড়া মহল্লায় অভিযান চালিয়ে মৌসুমী হত্যা মামলার সন্দেহভাজন আসামী অটোরিক্সা চালক ইসরাইলকে আটক করে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারী সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের অক্ট্রয় মোড় এলাকায় একটি পরিত্যাক্ত বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় মৌসুমীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই মৌসুমীর বাবা আজিজুর রহমান বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।