চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গুচ্ছগ্রামে অসহায় নারী ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ঠাকুর-পলশা কালুপুর গুচ্ছগ্রামে আশ্রিতদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। এসময় তিনি বলেন, অসহায় পরিবারগুলোর পাশে সরকার সবসময় পাশে ছিল এবং থাকবে। এ অনুভূতি থেকে পরিবারগুলোকে কম্বল দেয়া হয়েছে। কম্বল পেয়ে তারা উচ্ছসিত হয়ে পড়েন।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।