গনিতের ডরভয় কাটিয়ে শীতের ভোরে এসেছিলো ওরা

শিরিন জাহান নিঝুম:
গনিত বিষয়ের কথা শুনেই অনেকের মনে জটিল সব সমিকরন, মাথায় যেন হাজারো চিন্তা, কিন্তু গনিতের সেই ডরভয়কে কাটিয়ে বৃহস্পতিবার শীতের সকালে চাঁপাইনবাবগঞ্জে একত্রিত হয়েছিলো কমল,সেজুতি, হুমায়নরা প্রায় ৭০০ জন। ওদের কেউ পড়ে তৃতীয় শ্রেনীতে তো কেউ কলেজে ।সবার একসাথে হওয়ার কারন গণিত অলিম্পিয়াডের জেলা ভিত্তিক বাছাই পরিক্ষায় অংশ নেয়া।
সকাল ৮টার আগেই নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে পৌচ্ছায় জেলার শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও সদর উপজেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের আগহী শিক্ষার্থীরা।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতিনিধি হিসেবে উৎসবের উদ্বোধন করেন সহকারী শিক্ষক শফিউল আজম। স্বাগত বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। এছাড়া আরো বক্তব্য দেন গণিত অলিম্পিয়াড একাডেমিক সদস্য ফয়সাল খন্দকার, চাঁপাইনবাবগঞ্জে গণিত অলিম্পিয়াড বাছাই পরীক্ষার সমন্বয়ক স্থানীয় বন্ধুসভার সাবেক সভাপতি আলী উজ্জামান নূর।
এক ঘন্টার পরীক্ষায় চারটি ক্যাটাগরিতে মোট ১২২ জন শিক্ষার্থী সুযোগ পেয়েছেন রাজশাহীতে আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার। এরমধ্যে প্রাইমারি ক্যাটাগরিতে ২৩ জন, জুনিয়র ক্যাটাগরিতে ২৮ জন, সেকেন্ডারি ক্যাটাগরিতে ৩৯ জন ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে ৩২ জন।
ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উৎসবের আয়োজন করে। এতে সহযোগিতা করে চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।




কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7