ভুমিগ্রাসীদের রুখতে নৌকার প্রার্থীর অঙ্গিকার চান ক্ষুদ্র জাতিসত্তার মানুষরা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী জিয়াউর রহমানের সাথে প্রাক নির্বাচনী মতবিনিময় করেছে ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরা। ভূমিগ্রাসীদের রুখতে আওয়ামীগ প্রার্থীর কাছে অঙ্গিকার চেয়ে এসময় স্মারকলিপি তুলে দিয়েছে ক্ষুদ্র-জাতিসত্তার কয়েক সংগঠনের নেতারা। গোমস্তাপুর উপজেলার সোনাবর কলেজ মাঠে রবিবার বিকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।স্মারকলিপিতে বিগত দিনে আদিবাসীদের প্রতি ভূমিগ্রাসীদের হামলা,মামলা ও নির্যাতনের বর্ণনা দেয়া হয়েছে। এসব ঘটনায় ক্ষুদ্র-জাতিসত্তার মানুষের ১৪৫ বিঘা জমি দখলে নিয়ে নেওয়াসহ অনেকেই বসতবাড়ি ছাড়া করেছে ভূমিগ্রাসী চক্রটি।
মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, নির্যাতিত নিপিড়িত মানুষের প্রতিক নৌকা, বরাবরই নৌকায় ভোট দেয়ার কথা উল্লেখ করে স্মারকলিপিতে আক্ষেপের সুরে লেখা হয়েছে, আমাদের ভোটে নির্বাচিত হলেও, আমরায় হয়েছি নির্যাতনের শিকার, সহযোহিতায় পায়নি।
আবারো চিহ্নিত ভূমিগ্রাসীরা তৎপর হয়েছে উল্লেখ করে নৌকার প্রার্থীর কাছে ভোটের আগেই এসব বিষয়ে অঙ্গিকার চান আদিবাসী নেতারা। এছাড়াও ৯টি দাবি উল্লেখ করা হয় স্মারক লিপিতে।
আবিবাসী নেতাদের দাবির বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামীলীগের প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি  সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান বলেন, আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানে আমি ্উদ্যোগী হব। তিনি আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুর্মুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গোমস্তাপুর শাখার সভাপতি গৌতম রায়, সাধারন সম্পাদক ডলার সাহার, আদিবাসী নেত্রী অনিতা রাজোয়ার।




কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7