বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে হয়েছে দেয়ালিকা উৎসব। এতে অংশ নেয় প্রায় ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম বারের মত জেলা প্রশাসনের আয়োজনে এ উৎসবকে ঘিরে শিক্ষার্থীদেরে আ্গ্রহ ছিলো অনেক। সম্পাহব্যাপি চলা এ উৎসব শিক্ষার্থীদের
লেখালেখিতে অনুপ্রেরনা যোগাবে বলে মনে করছেন সবাই।
দেয়ালিকা উৎসবে প্রতিদিনই ছিলো শিক্ষার্থীদের ভিড়, তবে বড়রাও এসেছেন দেখতে। বড়দের কেউ কেউ উৎসবের দেয়ালিকায় দৃষ্টি দিয়ে ফিরে গেছেন স্কুল জীবনের আনন্দঘন
মহূর্তে। নিজ স্কুলের বর্তমান শিক্ষার্থীদের আঁকা ছবি দেখে তেমনটিই
বলছিলেন, শিরিন জাহান নামে একজন।
‘‘বাজারে এসেছিলাম কিছু কেনাকাটা
করতে। এখানে এসে দেখি আমার স্কুল হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের
শিক্ষার্থীদের লেথা নিয়ে দেয়ালিকা, যেন নিজের স্কুল জীবনের কথাই মনে পড়ে
গেল। আমাদের সময় এমন কোন উৎসব হয়নি, এখানে জেলার সব স্কুল কলেজ অংশ গ্রহনের
সুযোগ পেয়েছে, সবার লেখা ও ছবিগুলো দেখে ভালই লাগল, এ ধরনের উৎসব আরো হওয়া
উচিত।’’
দেয়ালিকা উৎসবে দেখা যায়, অনেকেই ঘুরে ঘুরে দেখছেন একটি একটি করে
সাজানো দেয়ালিকা গুলো, কোন শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থাপন ভাল হয়েছে, কাদের
ছবি আঁকা ভাল হয়েছে, কি করলে আরো ভাল হত, নিজেদের মধ্যে এ রকম কথাবর্তা
চলছে সবার মাঝেই।
দেয়ালিকা উৎসবের জন্য রাখা দুইটি মন্তব্যের বইতে চোখ রাখলেই আঁচ করা যায়, উৎসব আয়োজনের এ নতুনত্বকে স্বাগত জানিয়েছে সবাই, জেলা প্রশাসনকে দিয়েছে ধন্যবাদ, সেই সাথে আগামীতে যেন এ ধরনের আয়োজন অব্যাহত থাকে সে বিষয়ও ছিলো তাগিদ।
দেয়ালিকা উৎসবের জন্য রাখা দুইটি মন্তব্যের বইতে চোখ রাখলেই আঁচ করা যায়, উৎসব আয়োজনের এ নতুনত্বকে স্বাগত জানিয়েছে সবাই, জেলা প্রশাসনকে দিয়েছে ধন্যবাদ, সেই সাথে আগামীতে যেন এ ধরনের আয়োজন অব্যাহত থাকে সে বিষয়ও ছিলো তাগিদ।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।