নিজস্ব প্রতিবেদ: ছোট ভাইয়ের বিয়ের দিনক্ষন ঠিক করতে হবে, তাই ঢাকা থেকে বাড়ি আসছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর গ্রামের শতকত আলী। বৃহস্পতিবার এ নিয়ে বাড়ির সবার সাথেই মোবাইলে কথা হয় শওকতের। ছোট ভাইয়ের বিয়েতে সবাইকে দাওয়াত দিবেন, একসাথে অনেক আনন্দ করবেন। মাকে বলেছিলেন রাতেই রওনা দিচ্ছি মা, সকালে বাড়িতে গিয়েই রুটি খাব। সকালে তাই মা ছেলের জন্য কালাই রুটি আর বেগুনের ভর্তা বানানোর আয়োজন করছিলেন। কিন্তু না মা তার শওকততে কলাইয়ের রুটি আর বেগুন ভর্তা খাওয়াতে পাননি, কারন শওকত ঠিকই বাড়ি এসেছে তবে নিথর দেহে। সড়ক দূর্ঘটনায় শুক্রবার নিহতের মিছিলে যোগ হয়েছে শওকতের নাম। পেশায় রাজমিস্ত্রি শওকত আলী দীর্ঘদিন থেকে ঢাকাতেই কাজ করতেন।
সকালে শওকতের বাড়ি গিয়ে দেখা যায় মায়ের আজাহারি, তিনি বারবার বলছেন ‘শওকত তুই যে ক্যাল কহলি মা বাড়ি অ্যাসা রুটি খাব, হামি তোর ল্যাগা রুটি করছিনু ব্যাটা।’
শওকতের বউ জানান, সকালে একটা ফোন আসে, তিনি ধরতে পারেননি, পরে ওই নাম্বারে ফোন করলে জানতে পারেন রাজশাহীতে বাস এক্সিডেন্ট এ মারা গেছে তার স্বামী।
বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপরাজারামপুর গোরস্থানে নামাজে জানাজা শেষে শওকতের দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলস এর বাসটি বৃহস্পতিবার রাতে রাজশাহীর পবা উপজেলার হরিপুরে গাছের সাথে ধাক্কা খেয়ে দূর্ঘটনায় পড়ে। এতে শওকত সহ দুই জন মারা যান, আহত হয়েছেন অন্তত ১০ জন।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।