চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মদসহ মো.নিজাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। নিজাম সদর উপজেলার রামচন্দ্রপুরহাট কলেজ পাড়ার মৃত.জগদুলের ছেলে। গোপন খবরের ভিত্তিতে গত শনিবার (২১অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে ১২ বোতল ( ৯লিটার) দামী মদসহ নিজ বাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদক ব্যবসায় জড়িত বলে জানিয়েছে র্যাব।রোববার (২২অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।