চোরাচালানের মাধ্যমে আনা ৬টি ভারতীয় স্মার্ট ফোন সেটসহ মো.ঝড়ু (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশ। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কালীগঞ্জ গ্রামের মৃত.হজরত আলীর ছেলে। গোপন খবরের ভিত্তিতে গত সোমবার (২২অক্টোবর) রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে ১ লক্ষ ৬৩ হাজার টাকা জব্দ মূল্যের ওই ফোন সেটগুলি সহ গ্রেপ্তার করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক(এসআই) রশিদুল ইসলাম জানান,এ ঘটনায় শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।আসামীকে মঙ্গলবার (২৩’অক্টোবর) দুপুরে আদালতে তোলা হয়েছে।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।