চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনের চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা। সারাদেশে এক সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। চাঁপাইনবগঞ্জ শহরের হরিমোহন উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অুনষ্ঠান বড় পর্দায় সরাসরি দেখানো হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উন্নয়ন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মোহাঃ খায়রুল আতাতুর্ক, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন অংশগ্রহনকারী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। উন্নয়ন মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৮৬টি স্টল রয়েছে।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন অংশগ্রহনকারী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। উন্নয়ন মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৮৬টি স্টল রয়েছে।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।