শারদীয় দূর্গাপুজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছে জেলা প্রশাসন। রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতনিবিময় সভায় স্থানীয় সরকার বিভাগ, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেশুর রহমান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রণব কুমার পাল, বারোঘরিয়া বাইশ পুতুল দূর্গামন্দিরের সাধারন সম্পাদক মৃণাল কান্তি পাল, সাংবাদিক ডাবলূ কুমার ঘোষ।
সভায় জানানো হয় এবছর মন্ডপ গুলোতে আনসার ভিডিপিসহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মন্ডপ গুলোকে সিসিটিভির আওতায় আনার জন্য সভায় অনুরোধ জানানো হয়। এবছর চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় ১৩২টি পুজামন্ডপে শারদীয় দূর্গোৎসব পালিত হবে।
সভায় জানানো হয় এবছর মন্ডপ গুলোতে আনসার ভিডিপিসহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মন্ডপ গুলোকে সিসিটিভির আওতায় আনার জন্য সভায় অনুরোধ জানানো হয়। এবছর চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় ১৩২টি পুজামন্ডপে শারদীয় দূর্গোৎসব পালিত হবে।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।