চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম শরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সদও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, অধ্যক্ষ আবদুল জলিল, যুগ্ন সাধারণ সম্পাদক দিলীপ হাফিজ প্রমুখ। বর্ধিত সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটার সেন্টারে আওয়ামী লীগের এজেন্ট নির্ধারণ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার বিষয়ে আলোচনা করা হয়।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।