জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক কনকরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ ইকবাল হোছাইন, উপাধ্যক্ষ ড. শঙ্কর কুমার কুন্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি শ্রী বাবুল কুমার ঘোষ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজ।
অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাবেক সভাপতি সদ্য প্রয়াত মোহিত কুমার দাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
আলোচনাসভা শেষে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন অতিথিরা। দূর্গা মন্দির থেকে শুরু হওয়া বর্নিল শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক ঘুরে নবাবগঞ্জ সরকারি কলেজে এসে শেষ হয়।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি।