শিবগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কমিউনিটি পুলিশিং ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ থানার অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করে কমিউনিটি পুলিশিং ফোরাম। সভায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিকদার মো. মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক অ্যাডভোকেট আতাউর রহমান, ওসি (তদন্ত)
মাহতাব আলী, রাজশাহী ডিআইজি কার্যালয়ের সিপিও এসআই আয়নাল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, দূলর্ভপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবদুর রাজিব রাজুসহ অন্যরা। সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া পৌর ও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কমিউনিটি পুলিশিং ফোরামে অংশ নেয়।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7