আন্তজাতিক আদিবাসী দিবসে নাচোলে শোভাযাত্রা ও আলোচনাসভা


চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তজাতিক আদিবাসী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিলো আদিবাসী জাতিসমূহের দেশান্তর, প্রতিরোধে সংগ্রাম। উপজেলা আদিবাসী আর্থসামাজিক উন্নয়ন সমিতির এ কর্মসূচীর আয়োজন করে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নাচোল উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারো একই স্থানে এসে শেষ হয়।  পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।
উপজেলা আদিবাসী একাডেমীর সভাপতি শ্রী জৌতিন হের্বমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, উপজেলা নির্বাহী আফিসার মোহাম্মদ নাজমুল হক, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবারের আহাম্মদ, উপজেলা আদিবাসী একাডেমীর সভাপতি শ্রী বিধান শিং, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, আদিবাসী নেত্রী শ্রী রঞ্জনা রাণী, শ্রী বিশ্বনাথ মাহতো প্রমুখ।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7