অনুমোদন পেল চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটিকে অনুমোদন দেয়া হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। ২০১৪ সালের ২০ নভেম্বর কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি অধ্যাপক শরীফুল আলম ও সাধারণ সম্পাদক সাবেক ছাএ নেতা এ্যাড, মিজানুর রহমান মিজান নির্বাচিত হয়। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ডা.দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী বর্তমান মেয়র খারুজ্জামান লিটনসহ কেন্দ্রীয় নেতারা। তবে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হলেও পূর্নাঙ্গ কমিটি অনুমোদিত না হওয়ায় দলীয় কর্মকান্ডেও খানিকটা প্রভাব পড়েছে। কমিটির মেয়াদ তিন বছর হলেও প্রায় ৪ বছরের শেষে এসে অনুমোদন পেল পৌর আওয়ামীলীগের কমিটি।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান জানান, ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির অনুমোদন পেলাম আমরা সম্মেলনের প্রায় ৪ বছরের মাথায়। কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মিজানুর রহমান মিজু, বিশিষ্ট ব্যবসায়ী  এরফার আলী। সবাইকে সাথে নিয়ে আগামী দিন গুলোতে পৌর আওয়ামীলীগকে আরো সংগঠিত করার চেষ্টা করব। সেই সাথে আগামী নির্বাচনেসামনে রেখে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের কাছে তুলে ধরার কাজটি করতে হবে সবচেয়ে বেশি আমাদের। আর কমিটির অনুমোদন আমাদের মাঝে গতিশীলতা আনবে।


About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7