চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ট্রাফিক সেবা সপ্তাহ

চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ট্রাফিক সেবা সপ্তাহ। রবিবার সকালে শহরের বিশ্বরোড মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিক্ষার্থী, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। শহরের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রা কলেজ শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রহুল আমিন, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান। বক্তরা, ট্রাফিক আইন মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান।
এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলার বিভিন্নস্থানে চেকপোষ্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র যাচাই শুরু করেছে পুলিশ।