ঈদুল আযহাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় সরকারের বরাদ্দকৃত ভিজিএফ’র চাল দুঃস্থদের মাঝে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে পৌরসভা চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন, বিতরণ কার্যক্রমের আহ্বায়ক পৌর কাউন্সিলর মো. মইদুল ইসলাম, পৌর কাউন্সিলর মো. আব্দুল বারেক, পৌর কাউন্সিলর মো. এনামুল হক, পৌর কাউন্সিলর মো. ইব্রাহিম খলিল, সংরক্ষিত নারী কাউন্সিলর সাকেরা খাতুন, কৃষি কর্মকর্তা মো. আমানুল্লাহ।
কৃষি কর্মকর্ত মো. আমানুল্লাহ জানান, এ ঈদে পৌরসভার আওতাধীন ৪ হাজার ৬’শ ২১ জন দুঃস্থ পরিবারকে ২০ কেজি করে চাল দেয়া হচ্ছে। ২ দিনে এ চাল বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শেষ হবে।
কৃষি কর্মকর্ত মো. আমানুল্লাহ জানান, এ ঈদে পৌরসভার আওতাধীন ৪ হাজার ৬’শ ২১ জন দুঃস্থ পরিবারকে ২০ কেজি করে চাল দেয়া হচ্ছে। ২ দিনে এ চাল বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শেষ হবে।