উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলুা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, রেজওয়ানুল কবীর, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমল হক বাদশা, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিবউল ইসলাম রবি, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম জুম্মাসহ অন্যরা। ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। এছাড়া ফাইনাল খেলায় চারটি দল অংশ নেয়। এদিকে বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-৩ গোলে হারিয়ে বিজয়ী লাভ করে বাবুপুর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ০-২ গোলে হারিয়ে বিজয়ী লাভ করে রানীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Home
আজকে সারাদিনে
খেলার মাঠে
বিশেষ প্রতিবেদন
শিক্ষাঙ্গন
শিবগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
বিজ্ঞাপন
src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347"
crossorigin="anonymous">