শিবগঞ্জে ‘বন্ধুক যুদ্ধে’ নিহত ১

 প্রধান প্রতিবেদক, শিবগঞ্জ অফিস: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় সোমবার রাত দেড়টার দিকে র‌্যাবের সাথে কথিত বন্ধুক যুদ্ধে একজন নিহত হয়েছে। র‌্যাবের দাবি নিহত ব্যাক্তি কুখ্যাত ডাকাত দলের সদস্য।
র‌্যাব-৫ এর ডেপুটি কম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের জানান, র‌্যাবের নিয়মিত মাদক বিরধী অভিযান চলমান আছে, এরই অংশ হিসাবে র‌্যাব সদস্যরা টহলে ছিল। শিবগঞ্জের মোবারক পুর ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় ডাকাত সদস্যরা আমাদের গাড়ি আটকায়, প্রথমে র‌্যাবের গাড়ি এটা হয়ত বুঝতে পারেনি। পরে র‌্যাবের গাড়ি বুঝতে পেরে গুলি করা শুরু করে, র‌্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসকরা মৃত ঘোষনা করে। তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে, একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি, 2টি হাসুয়া, রশি উদ্ধার করা হয়েছে।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7