১৯৭১সালের বীর মুক্তিযোাদ্ধা সেত্তাজ আলি আর নেই। মুক্তিযোদ্ধা সেতাজ আলি প্রায় ৩ বছর দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত অবস্থায় অর্থাভাবে বিনা চিকিৎসায় শনিবার সকাল ৪টায় সময় নিজ বাড়িতে ইন্তিকাল করেন।তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মৃত সেরাফত আলির ছেলে এবং ৭১এর বীর মুক্তিযোদ্ধা।। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। শনিবার বিকাল সাড়ে ৩টায় শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার(ভূমি) বরমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অন্যর প্রদান শেষে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, সাবেক থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ, বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার, শিক্ষক, ছাত্র ও সাংবাদিক সহ বিভিন্ন পেশার সহস্রাধীন লোক উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী ও এক কন্যা সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বিজ্ঞাপন
src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347"
crossorigin="anonymous">