চাঁপাইনবাবগঞ্জে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

চাঁপাইনবাগঞ্জে মহানন্দা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল আটক ও পরে তা ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, সোমবার সকাল থেকে মহানন্দা নদীর খালঘাট থেকে উত্তরে ১২ কিলোমিটার এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় প্রায় ৯৫টি কারেন্ট জাল, যা অনুমানিক ২৫ হাজার মিটার লম্বা আটক করা হয়, তবে এই ঘটনায় কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি। 
এদিকে সোমবার দুপুরে মহানন্দা নদীর খালঘাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মাসুদুর রহমান মাসুদ, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আমিনুল এহসানের উপস্থিতিকে আটককৃত জাল সবার সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।


About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7