চাঁপাইনবাবগঞ্জে “মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন” প্রতিরোধ বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে শনিবার “মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন” প্রতিরোধ বিষয়ে দিনব্যাপী  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় জেলার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
সকালে কর্মশালার করেন বাংলাদেশ ফাইনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের উপ-মহাব্যবস্থাপক মোঃ শওকাতুল আলম। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও উপ প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা আবু ছাদেক মিয়া। প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, অবৈধ অর্থ পাচার ও সন্ত্রাস দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করে। তাই এর প্রতিরোধ করতে হবে। সেক্ষেত্রে প্রতিটি ব্যাংকের কর্মকর্তাদের মানি লন্ডারিং আইন মাথায় রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। 
বাংলাদেশ ফাইনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের সহযোগিতায় কর্মশালার আয়োজক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7