সারাদেশে জাতীয়করণ হওয়া কলেজ শিক্ষকদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করা ও চাকরি শুধু ওই কলেজে সীমাবদ্ধ রাখার দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। এ লক্ষে মঙ্গলবার বেলা ১ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। কর্মসূচী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ড. কামরুল আহসান, সহ-সভাপতি আবদুল হামিদ, সাংগঠনিক সম্পাদক হাসনেয়াতুন নেসা, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু, অর্থ সম্পাদক মোঃ শহিদুজ্জামান, নির্বাহী সদস্য মুনীর হোসেন, কামরুননাহারসহ নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ ও আদিনা ফজলুল হক সরকারি কলেজের শিক্ষকবৃন্দ। স্বারকলিপিতে জানানো হয় জাতীয়করণ হওয়া কলেজগুলোতে কর্মরত শিক্ষকদের জন্য পৃথক নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি, পরিচালনাসহ চাকরির শর্ত নির্ধারণ করে নীতিমালা প্রণয়ন করা দরকার, যাতে বিসিএস পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে যোগদান করা কর্মকর্তাদের স্বার্থ ও মর্যাদা কোনোভাবেই ক্ষুন্ন না হয়। এখন জাতীয়করণ হওয়া শিক্ষকেরা যদি সরাসরি ক্যাডারে অন্তর্ভুক্ত হন, তাহলে বিদ্যমান বিসিএস শিক্ষক ক্যাডারের কর্মকর্তারা জ্যেষ্ঠতা হারাবেন। এর ফলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মেধাবী শিক্ষকেরাও মারাত্মক ক্ষতিগ্রস্থ হবেন পাশাপাশি বিসিএস পরীক্ষায় অংশগ্রহনের আগ্রহ হারাবেন।
Home
chapainawabganj
chapainawabganj news
বিশেষ প্রতিবেদন
জাতীয়করণ হওয়া কলেজ শিক্ষকদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করার দাবিতে স্বারকলিপি প্রদান
বিজ্ঞাপন
src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347"
crossorigin="anonymous">