চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ তেলকুপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১টি পিস্তল, ৩ টি ওয়ান সুটার পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ১৯৮ বোতল ফেন্সিডিলসহ একটি মিশুক আটক করেছে বিজিবি। গত মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান চালায় বিজিবি সদস্যরা । তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
গতকাল বুধবার সকালে ৫৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল রাশেদ আলী প্রেস ব্রিফিংকালে জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি ব্রীজ এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মিশুকে থাকা ১টি আমেরিকার তৈরি পিস্তল, ৩টি ভারতীয় ওয়ান সুটার পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন ও ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবে, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় চোরাকারবারীরা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বুধবার সকালে ৫৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল রাশেদ আলী প্রেস ব্রিফিংকালে জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি ব্রীজ এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মিশুকে থাকা ১টি আমেরিকার তৈরি পিস্তল, ৩টি ভারতীয় ওয়ান সুটার পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন ও ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবে, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় চোরাকারবারীরা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
0 Comments:
Post a Comment