এদিকে শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। ওই মতবিনিময় সভায়ও তিনি হরিমোহনের জনসভাকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মো. রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি এরফান আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অব.) মো. সাইদুর রহমান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান হানু, অবসরপ্রাপ্ত কৃষিবিদ আফতাব উদ্দিন, শ্রমিক নেতা আইয়ুব আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেত্রী মার্জিনা হক। মতবিনিময় সভার সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম।
আগামী ২৯ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। ওই দিন তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে দলের নতুন কর্মী সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করবেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ আগমনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সদরসহ সব উপজেলা-ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিনই। এর মধ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে চাঙ্গাভাব। আওয়ামী লীগ নেতারা আশা করছেন ২৯ তারিখ জনতার ব্যাপক সমাগম হবে সমাবেশে।