চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার ৪নং ওয়ার্ডে পানির লাইনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার সময় এর উদ্বোধন করেন নাচোল পৌর মেয়র আবদুর রশিদ খান ঝালু। উদ্বোধনকালে নাচোল পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ফারুক আহম্মেদ এবং সহকারী প্রকৌশলী আবদুল মালেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কাউন্সিলর ফারুক আহম্মেদ জানান, নাচোল পৌরসভার ৪নং ওয়ার্ডের হাজীডাঙ্গা থেকে ঘোলাপুকুর গ্রাম পর্যন্ত পানির লাইন না থাকায় দেড় শতাধিক পরিবার পানির সংকটে ছিলেন। পানির সংকট নিরসনে হাজীডাঙ্গা থেকে ঘোলাপুকুর গ্রাম পর্যন্ত পৌরসভা পানি সরবরাহের জন্য পাইপলাইন বসানোর সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল সেখানে পানির পাইপলাইন বসানোর কাজের উদ্বোধন করা হয়। এর জন্য ব্যয় ধরা হয় প্রায় সাড়ে ৯ লাখ টাকা।
বিজ্ঞাপন
src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347"
crossorigin="anonymous">