চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গোলাবাড়ী স্টেশন মাঠে দেবেন মাহাতো স্মৃতি ওয়ার্ড লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত হওয়ায় টাইব্রেকারে কসবা ইউনিয়নের ৫নং ওয়ার্ড ফুটবল দল ৭-৬ গোলে ৯নং ওয়ার্ড ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়।
কসবা ইউনিয়ন পরিষদ আয়োজিত গতকালকের ফাইনাল খেলায় বিজয়ী ও রানারআপ দলের হাতে প্রধান অতিথি হিসেবে ট্রফি তুলে দেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের। বিশেষ অতিথি ছিলেন নাচোল পৌরসভার মেয়র আবদুর রশিদ খান ঝালু ও নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ। সভাপতিত্ব করেন কসবা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান।
ট্রফি বিতরণকালে অতিথিবৃন্দ এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। মাদকের বিষাক্ত ছোবল থেকে যুবসমাজ রক্ষা করতে নিয়মিত খেলাধুলা আয়োজনের কোনো বিকল্প নেই; এজন্য বেশি বেশি খেলাধুলার আয়োজনের অনুরোধ জানান তারা।
টুর্নামেন্টে ট্রফি ছাড়াও প্রাইজমানি হিসেবে বিজয়ী দল ১২ হাজার, রানারআপ ৮ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী দলকে ৩ হাজার টাকা দেয়া হয়।
উল্লেখ্য, এ টুর্নামেন্ট গত ২০ অক্টোবর থেকে শুরু হয়। টুর্নামেন্টে কসবা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ফুটবল দল অংশ নেয়। লীগ পদ্ধতির খেলায় ৫ ও ৯নং ওয়ার্ড ফুটবল দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
Home
chapainawabganj news
বিশেষ প্রতিবেদন
নাচোলের কসবা ইউনিয়নে ওয়ার্ড লীগ ফুটবল টুর্নামেন্ট > ফাইনালে টাইব্রেকারে বিজয়ী ৫নং ওয়ার্ড ফুটবল দল
বিজ্ঞাপন
src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347"
crossorigin="anonymous">