‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মত কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন রং-বেরং ফেস্টুন, ব্যানার, প্লাকার্ড নিয়ে এক বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে কমিউনিটি পুলিশিং এর ওয়ার্ড কমিটি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।পরে টাউন ক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এরশাদ হোসেন খান, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব সামিউল হক লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ আব্দুল হান্নান, শিবগঞ্জ পৌর মেয়র এ আর এম আজরী মোঃ কারিবুল হক, চাঁপাইনবাবগঞ্জ পৌর প্যানেল মেয়র-১ মো. সাইদুর রহমান, কাউন্সিলর জিয়াউর রহমান, সংরক্ষিত নারী কাউন্সিলর মোসলেমা বেগম প্রমুখ।