৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা মঙ্গলবার শোভাযাত্র ও সমাবেশের কর্মসূচী গ্রহণ করেছে। সকাল ১০টায় বাতের খাঁ মোড়ের দলীয় কার্যালয় থেকে শুরু হবে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হবে। এরপর সেখানে অনুষ্ঠিত হবে সমাবেশ। দলটির পক্ষ থেকে পাঠানো আমন্ত্রন পত্রে এ তথ্য জানানো হয়েছে।
জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ জানান, প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীতে জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ জেলা, উপজেলা, যুবজোট, জাসদ ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নিবেন।
জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ জানান, প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীতে জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ জেলা, উপজেলা, যুবজোট, জাসদ ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নিবেন।