বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন করা হয়েছে। রবিবার সকালে শহরের পৌর পার্ক থেকে অক্টোবার বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে একটি লাল পতাকা মিছিল বের করা হয়। এতে বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। শুরুতেই বিপ্লবী গান পরিবেশন করা হয়।
উদযাপন কমিটির আহ্বায়ক শফিকুল আলম ভোতার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডা. ফজলুর রহমান, বাসদের কেন্দ্রীয় সংগঠক জনার্দন দত্ত নান্টু, সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সংগঠক ইলিয়াস উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিম উদ দৌলা চৌধুরী, জেলা জাসদের সভাপতি অধ্যাপক আবু বাক্কার, বাসদের নওগাঁ জেলার সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, আদিবাসী নেতা বঙ্গপাল সর্দার, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব আবু হাসিব।
বক্তারা বলেন, সমাজতান্ত্রিক রুশ বিপ্লব দুনিয়া কাঁপিয়ে নতুন এক সমাজের জন্ম দেয়। অতীতের সমস্ত বিপ্লবকে পেছনে ফেলে ব্যক্তি মালিকানার সমাজের পরিবর্তে সামাজিক মালিকানার সমাজ প্রতিষ্ঠা পায়। শোষণের শৃঙ্খল ভেঙ্গে পৃথিবীতে নতুন এক সমাজের সৃষ্টি হয়।
Home
chapainawabganj
chapainawabganj news
বিশেষ প্রতিবেদন
বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনববাগঞ্জে অক্টোবর বিপ্লবের শতবার্ষিকী উদযাপন
বিজ্ঞাপন
src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347"
crossorigin="anonymous">