কর্মসংস্থান সুশাসন উন্নয়ন চাঁপাই এমপিদের চ্যালেঞ্জ

সন্ত্রাস, মাদক ও কিশোরগ্যাং নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষনা

দল মতের উর্ধ্বে প্রতিশ্রুতি বাস্তবায়নের আহবান বিশিষ্ট নাগরিকদের


আব্দুর রব নাহিদ

দ্বাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেই কর্মসংস্থান, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন দেশের সর্বোত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের সাংসদরা। সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষনার কথাও রয়েছে অগ্রাধিকার তালিকায়। গণমানুষের চাহিদাকে অতীতের তুলনায় অধিকতর গুরুত্ব দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনসহ অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের কথা জানিয়েছেন তিন সাংসদ পৃথক আলাপচারিতায়। 



প্রাপ্ত তথ্যানুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এ নিয়ে দ্বিতীয় বারের মত দেশের আইন সভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট ) আসনের সাংসদ মু জিয়াউর রহমানের এটি তৃতীয় মেয়াদ। আর চতুর্থ বারের মত চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জনগণের হয়ে সরকারে প্রতিনিধিত্ব করছেন আব্দুল ওদুদ। 

সদ্য সমাপ্ত নির্বাচনে জেলার তিনটি আসনের প্রত্যেকটিতেই আওয়ামীলীগ মনোনীতরা বিজয়ী হয়েছেন। পুণঃ নির্বাচিত তিন সাংসদ নিজ নিজ সংসদীয় এলাকা নিয়ে নব উদ্যামে কাজের পরিকল্পনায় অগ্রাধিকার এবং তার বাস্তবায়নে হরেক চ্যালেঞ্জের কথা জানিয়েছেন এ প্রতিবেদকের সাঙ্গে প্রারম্ভিক আলোচনায়। 


দ্বাদশ সংসদের নতুন সদস্য হিসেবে শপথ গ্রহণের পর ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল শিবগঞ্জবাসীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণের দৃঢ প্রত্যয় ব্যক্ত করেছেন। জানিয়েছেন, যে কোনো মূল্যে সন্ত্রাস দমন, মাদক নির্মূল এবং কিশোর গ্যাং স্বমূলে উৎপাটনের ঘোষনা। একই সাথে তিনি এলাকায় চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করে জনগণের প্রত্যাশা বিবেচনায় ভবিষ্যৎ আবকাঠামো উন্নয়ন পরিকল্পনা গ্রহণের কথাও জানিয়েছেন।

ক্ষুদ্রজাতিসত্বার জনগোষ্ঠী অধ্যুষিত চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনে বারবার নির্বাচিত সাংসদ মু জিয়াউর রহমান তার এলাকার জনগণের জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিকে আগামী দিনের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। অধিকতর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন লাগসই অবকাঠামো উন্নয়নে। জেলা আওয়ামীলীগে সভাপতি হিসেবে নেতৃত্ব দেওয়া এই এমপি দ্রুত অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে রহনপুরকে রেলবন্দরে রুপান্তর এবং বিলভাতিয়ায় কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিশেষ উদ্যোগ গ্রহণের পরিকল্পনা ব্যক্ত করেছেন। 

সদর আসন থেকে চতুর্র্থ বারের মত নির্বাচিত সাংসদ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুলওদুদ চাঁপাইনবাবগঞ্জকে আধুনিক বাসযোগ্য শহরে রূপান্তরের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন। দ্রুত তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা, সোনামসজিদ স্থাল বন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ ও অর্থনৈতিক আঞ্চল গড়ে তোলার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকারের তালিকার প্রথমদিকে রখেছেন বলেও জানিয়েছেন দেশের সর্বোচ্চ আইন সভার এই সদস্য।  

সাংসদদের এসব চ্যালেঞ্জকে স্বাগত জানিয়েছেন, দল মতের উর্ধ্বে উঠে তা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন জেলার বিশিষ্ট নাগরিকেরা। এ প্রসঙ্গে চাঁপাইনববগঞ্জের সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ফাইজুর রহমান মানি বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি বেসরকারি যে কোন উদ্যোগ বাস্তবায়নে সাধারণজনগণের সর্বোচ্চ সমর্থন পাবেন জনপ্রতিনিধিরা। চাঁপাইনবাবগঞ্জে শিক্ষিত, দক্ষ ও অদক্ষ কর্মহীন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, দীর্ঘ দিন কর্মহীন থাকায় হতাশা বাড়ছে তাদের মাঝে,যার বিরুপ প্রভাব পড়ছে পরিবার তথা গোটা সমাজে। 

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক প্রদীপ হেমব্রম জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকমিটিসহ আদিবাসী বিষয়ক যে কোন সিদ্ধান্তে আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। 

চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনিরের মতে,এমপিদের নাম ভাঙ্গিয়ে কেউ সুশাসন প্রতিষ্ঠা ও অবকাঠামোগত উন্নয়ন উদ্যোগে বাধাসৃষ্টি করতে না পারলে তার সরাসরি সুফল পাবে সাধারণ জনগণ। প্রতিশ্রুতি বাস্তবায়নে ক্ষেত্রে বিশেষ মহলের অপ তৎপরতার রুখতেও সাংসদদের বিশেষ উদ্যোগি হওয়ার আহবান জানিয়েছেন তিনি। 

এ প্রসঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদুল হক বলেন, “অতীতে সাংসদরা এলাকার সমস্যা বা উন্নয়ন ইস্যূগুলোতে যথাযথ কাজ করতে পারেননি। এটা সরকারের ব্যর্থতা নয়, সংস্লিষ্ট এমপির সক্ষমতার স্বল্পতা। শুধু ভোটে পাস করলেই হবেনা, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সহনশীলতা বজায় রাখতে হবে, এলাকা ভিত্তিক সমস্যা ও উন্নয়ন ইস্যুগুলো সংসদে তুলে ধরতে হবে। ”  


আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7