গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, শিশুটির বাড়ির পাশেই একটি চায়ের দোকানে সোমবার সকালে গিয়ে টিভি দেখছিল, এসময় টিভির রিমোর্ট নিয়ে চ্যানেল চেঞ্জ করতে থাকে। এতে দোকানী মোকলেস তাকে ধমক দেয়। এ সময় শিশুটি টিভির রিমোর্ট ছুড়ে ফেলে দেয়। এতে রিমোর্টটি ভেঙ্গে যায়। যার কারনে দোকানী রেগে গিয়ে শিশু ফাহিমের গলা ধরে উচু করে ধরে। ছোটশিশু দম কম, দ্রুতই দমবন্ধ হয়ে শিশুটি মারা যায়। বুধবার আদালতে হত্যার কথা স্বিকার করে স্বকারোক্তিমূলক জবাববন্দী দিয়েছে গ্রেফতার মোখলেস।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment