রহনপুর পৌর মেয়রের সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার “পৌরসভা আইন” ২০০৯ এর “ইমারত নির্মাণ” ধারার বাস্তবায়ন করতে গিয়ে  মেয়রসহ ২৬ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন। সোমবার


  সকালে পৌর মেয়র কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে মেয়র বলেন, ইমারত নির্মাণ পৌরসভার নিয়মিত কাজের অংশ। স্থানীয় সরকার “পৌরসভা আইন” ২০০৯ এর ৩৫(১) অনুযায়ী পৌরসভা কর্তৃক ইমারতের জায়গা এবং ইমারতের নকশা অনুমোদিত না হওয়া পর্যন্ত কোন ব্যক্তি ইমারত নির্মাণ অথবা পূনঃনির্মাণ করতে পারিবে না।
মেয়র আরও বলেন, বিগত ১ (এক) বছরে পৌরসভার যে উন্নয়ন হয়েছে তা অতীতে হয়নি। তিনি সকল বাধা দূর করে পৌরসভা আইনের বাস্তবায়নে সকলের সহযোগিতা চান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়রসহ পৌর সচিব, কাউন্সিলর আব্দুর রাজ্জাক মন্টু প্রমূখ। সংবাদ সম্মেলনে পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে মেয়রসহ ২৬ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

 

 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7