চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল
পরিমাণ নকল ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিজিবি সদস্যরা এ
অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিককে দুই মাসের
বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। প্রেস বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের
অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, সহকারী পরিচালক মোহাম্মদ
হাফিজুর রহমানের নেতৃত্বে আলাদাভাবে ৪টি দল কানসাট, সোনামসজিদ, কিরণগঞ্জ ও
জমিনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। উপজেলার নির্বাহী কর্মকর্তা
সাকিব-আল-রাব্বির উপস্থিতিতে কানসাট এলাকায় বাজিতপুর-বাহাদুর মোড়লেরটোলা
নামক স্থানে নকল ওষুধের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নকল ওষুধ
তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার
টাকা। বিজিবি অধিনায়ক আরও জানান, অভিযানে নকল ওষুধ তৈরির কারখানার মালিক
শিবগঞ্জ উপজেলার বাজিতপুর-বাহাদুর মোড়লেরটোলার লায়োশের ছেলে বানী ইসরাইলকে
(৩৩) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান
করা হয়।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment