শেষ বেলায় ৮০ বছরের কুলসুমকে চিনল ইভিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় ইভিএমমের মাধ্যমে এবারই প্রথমবারের মত ভোট গ্রহন করা হয়েছে। সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। ভোট উৎসবে দিনের প্রথম প্রহরেই সামিল হতে হাজির হয়েছিলেন ৮০ উদ্ধ উম্মে কুলসুম। ছেলের বউ সেলিয়ারা খাতুনকে সাথে নিয়ে ভোট দিতে এসেছিলেন প্রবীন এ নারী। কিন্তু সে সময় আঙ্গুলের ছাপ মিলতে সমস্যা হওয়ায় ভোট দেয়া হয়নি কুলসুমের। তবে শেষ পর্যন্ত তিনি ভোট দিতে পেরেছেন, দ্বিতীয়বার চেষ্টায় ভোট দেন উম্মে কুলসুম।



উম্মে কুলসুমের সাথে থাকা তার ছেলের বউ সেলিয়ারা খাতুন জানান, সকালে শ^াশুড়ীকে নিয়ে ভোট দিতে এসেছিলাম। কিন্তু আঙ্গুলের ছাপে সমস্যা হচ্ছিল। তখন ভোটগ্রহনের কর্মকর্তারা বলেছিলেন বিকালের দিকে নিয়ে আসেন।
বিকাল  পনে ৪টার দিকে শিবগঞ্জ কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, বেসিনে শ^াশুড়ি কুলসুম বেগনের হাতের সাবান দিতে ধুচ্ছিলেন সেলিয়ারা খাতুন। হাত ধৌয়ার পর, উম্মে কুলসুমকে চিনতে পারল ইভিএম মেশিন। এরপর ছেলেল বউয়ের সহযোগিতা নিয়ে ভোট দিলেন বয়সের ভারে নুয়ে পড়া কুলসুম।
ভোট প্রদান শেষে জানালেন, ভোটটা শ্যাসম্যাস দিতে প্যার‌্যাছি, ভালই লাগছে। প্রথমে হাতের ছাপ মিলছোলনা, তাই দুবার আসতে হয়্যাছে।
শুধু কুলসুমই না অনেক প্রবীনই এদিন স্বজনদের সহযোগিতা নিয়ে জীবনে প্রথম বারের মত ইভিএমে ভোট দিয়েছেন।

 

 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7