ছোট আমের গাছেও মুকুল আসলেও, যারা বুদ্ধিমান বাগান মালিক তারা সেই মুকুল ভেঙ্গে দেন। কারন তারা গাছটি বেড়ে উঠতে সময় দেন, আর এ সময় দেওয়ার কারনে গাছটি একসময় ভাল ফল দেয়। আমগাছের জীবন চক্রের এ উদহারন তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার বলেছেন, চাঁপাইনবাবগঞ্জে আপনাদের সবারই কমবেশি দুই একটা হলেও আম গাছ আছে, আমরা ছোট আম গাছের মুকুল যেমন ভেঙ্গে দেয়, তেমনি আপনার কন্যার বিয়ের জন্যও অপেক্ষা করতে হবে, তার প্রাপ্ত বয়স না হওয়ায় পর্যন্ত। কারণ, আপনার কন্যাটি বাল্যবিয়ে হওয়া মানে তার স্বাস্থ্যহানি ঘটা।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন অংশিজনের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদা আক্তার এভাবেই বাল্যবিয়ের কুফল তুলে ধরেন সবার মাঝে।
চাঁপাইবাবগঞ্জ জেলা প্রশাসের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত আলোচনায় জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ বলেন, চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী, চাঁপাইনবাবগঞ্জে অনেক কিছুই আছে, অনেক দিন থেকেই চাঁপাইনবাবগঞ্জ এগিয়ে। ইতিবাচক অনেক কিছুর মতই নীতিবাচক বাল্য বিয়ে এগিয়ে চাঁপাইনবাবগঞ্জ এখানে অনেক বেশি বাল্য বিয়ে হয়। তবে আমরা বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করে যাচ্ছি, আপনাদের সবাইকে নিয়ে বাল্যবিয়ে শূন্যে নামিয়ে আনব আমরা।
আলোচনার শুরুতেই বাল্যবিবাহ সম্পর্কিত আইনী বিষয় তুলে তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম। সভায় আরো বক্তব্য দেন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনসহ অনান্যরা।
শেষে বাল্যবিয়ে কে না বলার শপথ নেন সবাই, শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
0 Comments:
Post a Comment