চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সেমালী হত্যাকান্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃতরা হলো, ভোলাহাট উপজেলার জাক্কার, মফিদুল ও সহিরুল। অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমানের তত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ ও ভোলাহাট থানা পুলিশ এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করে। এরই পেক্ষিতে ঘটনার সাথে সংস্লিষ্টতা পাওয়ায় এ তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
ভোলাহাটে সেমালী হত্যাকান্ডের ঘটনায় তিনজন গ্রেফতার
August 20, 2020
chapainawabganj
,
chapainawabganj news
,
Feature 1
,
featured1
,
Slider
,
আজকে সারাদিনে
Edit
0 Comments:
Post a Comment