ছোট খাট বিষয় নিয়ে এখন থেকে থানায় আসার প্রয়োজন নেই, সেবা গ্রহিতারা ইউনিয়নেই পুলিশি সেবা নিতে পারবেন। এই লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জে চালু হয়েছে বিট পুলিশিং। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়নেই এর বিটপুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। পুলিশ সুপার এএইচএম আবদুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাসিন আলী, সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন।
0 Comments:
Post a Comment