চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলি নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে ২১ আগষ্ট। দেড় দশক আগে এ দিনে আওয়ামীলীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা করা হয়েছিল। সেই হামলার সাথে জড়িতদের সর্বচ্চ শাস্তির দাবি ছিল প্রতিটি কর্মসূচীতে।
সকালে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমানসহ অন্যরা।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ টাউনক্লাবে যুবলীগের সভাপতি সামিউল হক লিটনের সভাপতিত্বে বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
0 Comments:
Post a Comment