সদর উপজেলা পরিষদ নির্বাচন : আওয়ামীলীগে বিদ্রোহী,বিএনপির একক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি একক প্রার্থী দিতে সমর্থ হলেও ভোটের মাঠে থাকছে আওয়ামীলীগের বিদ্রহী প্রার্থী। তবে বিদ্রোহী প্রার্থীকে বোঝানোর কাজটি করতে সক্ষম হবেন বলে এখনো আশাবাদী জেলা আওয়ামীলীগের শীষ নেতারা। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার, চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা,বিএনপির মনোনিত প্রার্থী সদর উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম তসি। 


ভোটের মাঠে থাকার বিষয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউর রহমান তোতা বলেন, জনগনের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি ভোটের মাঠে আছি। আমার এলাকার মানুষ চাই আমি ভোট করি, তাদের ইচ্ছাতেই আমি প্রার্থী। 

দলের বিদ্রোহী প্রার্থীর বিষয়ে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মু জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি, এখনো সময় আছে তোতাকে আমরা বোঝাতে সক্ষম হব।’
 
এদিকে এ নির্বাচনে  ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ১৬ জন এর মধ্যে ১৩ জনই আওয়ামীলীগের রাজনীতির সাথে সংম্পৃক্ত।
পুরুষ ভাইস চেয়ারম্যানে পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সোহরাব আলী, নাহিদ ইসলাম রাজন, লেলিন প্রমানিক, তোসিকুল আলম, নজরুল ইসলাম, মনির হোসেন বকুল, নজরুল ইসলাম, শাহনেওয়াজ কবির। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, শরিফা খাতুন বেবি, তাসলিমা খাতুন, মাতুয়ারা বেগম, নাসরিন আক্তার, রজনী খাতুন, দিলশাদ তাহমিনা বেগম, শরিফা খাতুন ডেজি, নাজনীন নাহার।
 




কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7