ভোলাহাটে আম পাড়তে গিয়ে বৈদ্যূতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আম পাড়তে গাছে উঠে বৈদ্যূতিক তারে জড়িয়ে বিদ্যূতায়িত হয়ে সাগর(১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে দলদলি ইউনিয়নের উলাডাঙ্গা গ্রামের মো.ইব্রাহীমের ছেলে। শুক্রবার দূপুর পৌনে ১২টার দিকে একই ইউনিয়নের ময়ামারি এলাকায় সড়কের পার্শ্বে এ ঘটনা ঘটে।
ভোলাহাট থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মন্ডল ও ভোলাহাট ফায়ার সার্ভিস ষ্টেশন লীডার মিজানুর রহমান জানান,ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা বিদ্যূৎ কর্তৃপক্ষকে জানিয়ে বৈদ্যূতিক সংযোগ বন্ধ করে গাছের মধ্যে দিয়ে যাওয়া বৈদ্যূতিক সরবরাহ তারে জড়ানো সাগরকে রশি দিয়ে বিশেষ কায়দায় উদ্ধার করে। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে সাগরকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর দুপুরেই পরিবারের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে।   সড়ক পাশের আমগাছটি সরকারী মারিকানাধীন বলে জানা গেছে।




কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7