চাঁপাইনবাবগঞ্জে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মৃতদাবিকৃত বীমার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে ঘাড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মরহুম আব্দুল কুদ্দুসের স্ত্রী সেলিনা বেগমকে বীমার দাবীকৃত ১ লক্ষ ৩৭ হাজার ১’শ ৯২ টাকার চেক প্রদান করা হয়।
জেলা কার্যালয়ে ডিআইভিসি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের রাজশাহী বিভাগীয় ইনচার্জ শাহাদাত হোসাইন সিদ্দিকী নমীনী সেলিনা বেগমের হাতে চেক তুলে দেন। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সার্ভিসিং সেন্টারের ইনচার্জ এসভিপি মোঃ আশরাফুল আলম সিদ্দিকী, ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।