
বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নসহ ৮ দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে দলিত জনগোষ্ঠির সদস্যরা অংশ নেন। এসময় বক্তব্য দেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বক্ষ্্রনাথ ঠাকুর, সম্পাদক দেব সাগর ঠাকুর, স্বপন কুমার দাস, অর্পিতা রানী দাস, পলাশি দত্ত, এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য দেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।