
চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বর্তমান সংসদ আব্দুল ওদুদের প্রতি আবারো আস্থা রেখেছে আওয়ামীলীগ। আগামী সংসদ নির্বাচনে তিনিই পেয়েছেন দলীয় সমর্থন। মনোনয়ন পাওয়ার এ খবরে চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মীরা মিস্টিমুখ করেছে। চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড়ে রবিবার বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি রুহুল আমিন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনকের নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে মিষ্টিমুখ করা হয়। এইসময় নেতৃবৃন্দ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও শিবগঞ্জের মনাকষামোড়েও আওয়ামীলীগের নেতাকর্মীরা ডা শামিল উদ্দীন আহম্মেদ শিমুলের মনোনয়নের খবরে মিষ্টি বিতরণ করেছেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে মু.জিয়াউর রহমান নৌকার মনোনয়ন নিশ্চিতে দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরন করেছে।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।