দোয়া মাহফিলসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে সোমবার পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সফল চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেন্টু’র ২৩তম মৃত্যু বার্ষিকী। সেন্টু স্মৃতি সংসদের উদ্যোগে বিকালে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, আব্দুল মান্নান সেন্টু স্মৃতি সংসদের সাধারন সম্পাদক তৌহিদুর রহমান ,নাগরিক কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় জাসদ নেতা মনিরুজ্জামান মনির, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক, জেলা ঠিকাদার সমিতির সভাপতি সৈয়দ জিয়াউল হক জিবন, সাধারন সম্পাদক রুহুল আমিন রাসেল , জেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব আশিক আহম্মেদ ফারুক, সদর উপজেলা জাসদের সভাপতি আযাহারুল ইসলাম পিন্টু,বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কে›ন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মজিদ।
এর আগে
সকাল ৭ টায় নিমতলাা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কোরআনখানি, সকাল ৯ টায় বটতলাস্থ গোরস্থানে কবর জিয়ারত করা হয়।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ১০ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চেয়ারম্যান আব্দুল মান্নান সেন্টু ঢাকায় দাপ্তরিক কাজ শেষে ফেরার পথে পাবনা জেলার টেবুনিয়া এলাকায় হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন।
কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।