নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ: অবসরে যাওয়া শাহনেয়ামতুল্লাহ কলেজে দর্শন বিভাগের শিক্ষক বোজলার রহমানসহ তিন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার শিক্ষক মিলনায়তনে এক অনুষ্ঠানে মাধ্যমে তাঁদের বিদায় জানায় সহকর্মী শিক্ষকরা। অন্য দুই শিক্ষক মাসুম আহমেদ ও মাশিহুর রহমান অন্য কলেজে বদলি হয়েছেন।
কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপাধক্ষ্য শরিফুল ইসলাম, বিদায়ী শিক্ষক বোজলার রহমান, মাসুম আহমেদ ও মাশিহুর রহমান। Welcome to Phonebook App!
Here you can manage all your contacts easily and efficiently.