চাঁপাইতে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও ১১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি র‌্যাব।
র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পরে কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সন্দুরপুর ইউনিয়নের মোল্লান গ্রামের শেষ মাথায় আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে রাত দেড়টার দিকে অভিযানে যায় র‌্যাব সদস্যরা। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী চক্র গুলি ছোড়ে, র‌্যাবও পাল্টা গুলি করে। গোলাগুলির মধ্যে এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
এ সময় সেখানে তল্লাসি চালালে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

About chapainawabganj tv

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">

7