শিবগঞ্জ উপজেলার কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের চাতরা বাজার নামক স্থানে ট্রাক চাপায় কামাল উদ্দিন (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। নিহত ব্যক্তি হল- উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাস বাজারের ইব্রাহিম মন্ডলের ছেলে। শিবগঞ্জ থানার এসআই গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার রাত ৯টায় কামাল উদ্দিন চৌডালা থেকে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাতরা বাজার মসজিদের সামনে পৌঁছলে ভ্যান চালক কামাল উদ্দিনকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায় এবং ট্রাকটি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347"
crossorigin="anonymous">